Prime
Daily
করোনায় মৃত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী
By Business Prime News | April 15, 2021
Daily
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। গতকাল সন্ধ্যায় তাকে
জঙ্গিপুরের বসুমতি হসপিটাল থেকে কলকাতা রেফার করা হয়।সূত্রের খবর কিছুদিন আগে জ্বর অবস্থায় জঙ্গিপুর বাসুমতি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কোভিড পরীক্ষাও করা হয়.তারপর রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যায় জঙ্গিপুর বসুমতি হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয় তারপর কলকাতার হাসপিতালে ভর্তি করা হয় আর এখানেই বৃস্পতিবার সকালে প্রয়াত হয় সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস মন্টু বিস্বাস।
সঞ্জয় চৌধুরী, ফারাক্কা