Market
বৃষ্টিতে কি খেতে চান? হোম ডেলিভারি দেবে জোম্যাটো। জোম্যাটো কী করে আমরা সেটা জানি। কিন্তু জোম্যাটো যদি এবার আপনাকে বলে দেয় বৃষ্টি হবে কিনা? মানে বৃষ্টি আপডেট নিয়ে সেই বুঝে যদি মনের মত খাবার অর্ডার দেন তাহলে তো ভালোই। কিন্তু ওয়েদার আপডেট পেতে গেলে কি ওয়েদার অ্যাপের ওপর ডিপেন্ড করতে হবে? একেবারেই না। কারণ শহরের আবহাওয়া সম্পর্কে নানা তথ্য এবার আপনাকে দেবে জোম্যাটো। চালু হয়ে গেল ওয়েদার ইউনিয়ন। এটা হল একটা ক্রাউড সাপোর্টেড রিয়েল টাইম আবহাওয়া প্ল্যাটফর্ম। যা ভারতে সর্বপ্রথম। এই বিষয়ে জোম্যাটো কি বলছে জানেন?
ওয়েদার ইউনিয়ন হচ্ছে একটা ওয়েবসাইট। যার পিছনের সকল কর্মকাণ্ডের কাণ্ডারি জোম্যাটো। টেম্পারেচার, হিউমিডিটি, বৃষ্টির ফোরকাস্ট এই সবক্ষেত্রেই রিয়েল টাইম ইনফরমেশন দেবে জোম্যাটো। মানে কখন বৃষ্টি হবে আর কবে গরম বাড়বে এবার সব আপডেট পেয়ে যাবেন এখানে। ৬৫০-র বেশি অন গ্রাউন্ড ওয়েদার স্টেশন ইনস্টল করা হয়েছে। আর এগুলো দারুণভাবে কাজ করছে। বর্তমানে এই সার্ভিস কোথায় কোথায় আপডেট দিচ্ছে? জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪৫টা শহরে ওয়েদার আপডেট দিচ্ছে এই কোম্পানি। তবে জোম্যাটো কেন আবহাওয়ার আপডেট দিতে এতো নড়েচড়ে বসল?
জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল জানান, অনেক সময় খারাপ আবহাওয়ার কারণে জোম্যাটো ভালো পরিষেবা দিতে পারে না। তাই এই সময় দাঁড়িয়ে আবহাওয়ার সঠিক তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মূলত ঘোর বর্ষায় এই সমস্যা আরও ঘনীভূত হয়। তবে এখন আর আগের মত সেই রকম সমস্যার মুখোমুখি হতে হবে না। কারণ আগেভাগেই জোম্যাটো ব্যবস্থা নেবে। কোম্পানি মনে করছে, অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্যই গ্রাহকদের কাছে ওয়েদার রিলেটেড রিয়েল টাইম ডেটা পৌঁছে দেওয়া সম্ভব। মনে করা হচ্ছে, শীঘ্রই ওয়েদার ইউনিয়ন নিজেদের পরিষেবা ছড়িয়ে দেবে দেশের অন্যান্য শহরে। মানে বৃষ্টি আসবে কিনা সেটা দেখে নিয়ে যদি জোম্যাটোয় অর্ডার দেন, তাহলে রথ দেখা কলা বেচা দুইই সম্ভব।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ