Daily

ব্যবসার বিস্তারে গ্রোফার্সে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জোম্যাটো। ব্যবসার পরিধি বিস্তারের লক্ষ্যে কুইক কমার্স মার্কেটে বিনিয়োগ করবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। আর তাই গ্রোফার্সে বিপুল পরিমান মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করল তারা।
দীর্ঘদিনের আলোচনা – পর্যালোচনার পর অবশেষে এই বিশেষ চুক্তির কথা ঘোষণা করল দুই পক্ষ। আর এই দুই কোম্পানির প্রস্তাবিত চুক্তি কুইক সেগমেন্টের সংস্থাগুলি যেমন সুইগি সহ অন্যান্য সংস্থাগুলিকে সহজেই কুপকাত করবে বলে মনে করা হচ্ছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে গ্রোফার্সের মোট মূল্য পৌঁছে যাবে ১.৫ বিলিয়ন ডলারে। অন্যদিকে অনলাইন গ্রসারি ডেলিভারি মাধ্যম গ্রোফার্সে বিনিয়োগের ফলে জোম্যাটোর অংশিদারিত্ব ৩০ শতাংশে পৌঁছে যাবে। পাশাপাশি গ্রোফার্সের সব চেয়ে বড় শেয়ারহোল্ডার হিসেবে সফটব্যাঙ্ক ভিশন ফান্ড কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার কিনে নিয়ে বসে রয়েছে।
ভারতে এখন কুইক কমার্সের ব্যবসার সূর্য উদীয়মান। যদিও জোম্যাটোর প্রতিষ্ঠাতার বক্তব্য অনুযায়ী এখনই সংস্থাকে এই কুইক কমার্সে নথিভুক্ত করার কোন পরিকল্পনা নেই। কিন্তু তাদের অংশীদারি সংস্থা গ্রোফার্সের এ কুইক পারফরম্যন্সে খুশি তারা। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে আইপিও-র মাধ্যমে ভারতীয় স্টক মার্কেটে নিজেদের তালিকাভুক্ত করেছে জোম্যাটো।
ব্যুরো রিপোর্ট