Market

বিখ্যাত অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো বড়সড় পুরস্কার জেতার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে তার জন্য আপনাকে হতে হবে সফটওয়্যার রিসার্চার বা “আন্তর্জালিক বিশেষজ্ঞ”। এটা কোন ভাগ্যের লড়াই নয়। আপনাকে খুঁজে বের করতে হবে জোম্যাটো ওয়েবসাইটের বাগ। আর এই কাজটি করতে পারলেই আপনার ভাগ্যে জুটে যেতে পারে বড়সড় অর্থপ্রাপ্তি।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই জোম্যাটো নিজের আইপিও শুরু করতে চলেছে। যেখানে বিনিয়োগ করে তৈরি হয়েছে উপার্জনের রাস্তা। কিন্তু তার আগেই থাকছে বাগ ধরে বাগিয়ে নেওয়া মোটা অঙ্কের পুরস্কার। ব্যপারটা স্পষ্ট হচ্ছে না তো?
আসলে জোম্যাটো বাগ বাউন্টি প্রোগ্রামের মধ্য দিয়ে এথিকাল হ্যাকার এবং সিকিওরিটি রিসার্চারদের সুযোগ করে দিচ্ছে ওয়েবসাইটে বাগ এবং কী কী অনিশ্চয়তা আছে- সেগুলোকে ধরে দেবার। হ্যাকারদের কাছ হবে ওয়েবসাইটে যতগুলি বাগ আছে সেগুলোকে চিহ্নিত করা এবং তার সঙ্গে বাগ গুলিকে কিভাবে ঠিক করা যায় তার একটি উপায় খুঁজে বের করে দেওয়া। এই পুরো বিষয়টার দিকে নজর রাখবে জোম্যাটোর সিকিউরিটি টিম।
কত টাকা দেওয়া হবে তা নির্ভর করবে একজন হ্যাকার কতগুলি বাগ ধরছেন, তার ওপর। অর্থাৎ কেউ যদি 10.0 CVSS বাগ ধরে দিতে পারেন, তবে তাকে দেওয়া হবে ৪,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা। আবার কেউ যদি 9.5 CVSS বাগ ধরেন, সেক্ষেত্রে পাওয়া যাবে ৩,০০০ মার্কিন ডলার।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জোম্যাটো নিজের ওয়েবসাইট সুরক্ষিত রাখার জন্য সবসময় সচেতন। নিরাপত্তায় কোনরকম ঢিলেমি দিতে প্রস্তুত নয় তারা। তাই ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য বড়সড় পদক্ষেপ নিল জোম্যাটো।
ব্যুরো রিপোর্ট