Market

দেশের প্রথম ১০০য় জোম্যাটো, শেয়ার বাজারে পা রাখতেই গড়লো রেকর্ড। বাজারে শেয়ার ছাড়ের এখনো ৪৮ ঘন্টাও কাটেনি, তাতেই একেবারে ছক্কা হাঁকাল অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা, জোম্যাটো। দালাল স্ট্রিটে দাঁড়িয়ে এই মুহূর্তে জোম্যাটোর বাজারগত পুঁজি এক লক্ষ কোটিরও বেশি। সঠিক ভাবে বললে সংখ্যাটা দাঁড়াবে ১,০৮,০৬৭.৩৫ কোটি!
শেয়ার প্রতি মূল্য ৫০% এরও বেশি হয়ে ছুঁলো ১ লক্ষ কোটির মাইলফলক। দেশের প্রথম ১০০ টি সংস্থায় উঠে এলো জনপ্রিয় সংস্থা জোম্যাটোর নাম। দেশবাসী যখন ‘ডিজিটাল ইন্ডিয়া’ টার্মের সাথেই পরিচিত নন, তখন অর্থাৎ প্রায় এক দশক আগেই যাত্রা শুরু করে জোম্যাটো। বিভিন্ন নামী দামী রেস্টুরেন্টের খাবারের গুণমান বিচার করতো প্রথমে। এরপর শুরু হলো দুয়ারে খাবার পৌঁছনোর পালা। নিমেষেই জনপ্রিয় হয়ে ওঠে সংস্থা।
শুক্রবার মুম্বাই স্টক এক্সচেঞ্জ-এ তাদের প্রত্যেকটি শেয়ারের দাম বেড়ে ১১৫ টাকায় পৌঁছয়। অর্থাত্ এক দিনের ব্যবধানে ৫১.৩২% বৃদ্ধি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ জোম্যাটোর শেয়ারে ৫২.৬৩% বৃদ্ধি ঘটে। প্রত্যেক শেয়ারের দাম বেড়ে হয় ১১৬ টাকা। দুপুর ১২টা নাগাদ তা বেড়ে ১২৬.৫ টাকায় পৌঁছয়। ওয়াকিবহালমহল এখন টের পাচ্ছে জোম্যাটোর ক্ষমতা।
ব্যুরো রিপোর্ট