Market
কয়েকদিন আগেই আইপিও’র মাধ্যমে বড় অঙ্ক ঘরে তুলেছিল জোম্যাটো। কিন্তু লোকসানের ঝোলা কাঁধ থেকে নামাতে পারল না সংস্থা। এই আর্থিক বছরের এপ্রিল থেকে জুন মাসে জোম্যাটোর ক্ষতির অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ কোটি টাকা। যা গত বছরের থেকেও অনেকটাই বেশি। জানা গিয়েছে, অতিমারি পরিস্থিতিতে যেহেতু হোটেলে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে, তাই এত বড় লোকসানের মুখ দেখতে হচ্ছে জোম্যাটোকে। কিন্তু কিসের জন্য এই লোকসান?
জানা গিয়েছে, এমপ্লয়ি স্টক অপশন প্রোগ্রামের জন্যই এতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সংস্থাকে। এছাড়াও রয়েছে কাঁচামাল সরবরাহের ব্যবসায় ভাটা। হোটেল, রেস্তরাঁগুলিতে জোম্যাটো সাধারণত কাঁচামাল সরবরাহ করে থাকে। তবে রেস্তরাঁ ব্যবসা আগের মত খুব একটা মসৃণ গতিতে না এগোনর কারণেই ক্ষতির মুখোমুখি দাঁড়াতে হল জোম্যাটোকে। তবে ডেলিভারি চার্জ থেকে সংস্থা মোটা অঙ্কের টাকাই ঘরে তুলতে পেরেছে। সূত্রের খবর, ডেলিভারি চার্জ থেকে সংস্থার হাতে উঠে এসেছে ১১৬০ কোটি টাকা যা গত বছরের থেকে অনেকটাই বেশি। এছাড়াও জানা গিয়েছে, এই সংস্থা ডেলিভারি পার্টনারের টাকার অঙ্কও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে যে সবচেয়ে বেশি ডেলিভারি করেছে তার ক্ষেত্রে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে ২০%।
ব্যুরো রিপোর্ট