Market
শেয়ার বাজারে রকেট গতিতে উত্থান জোম্যাটোর। বুধবার শেয়ার ছাড়ার পরেই এক ধাক্কায় শেয়ার প্রতি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশের বেশি। সংস্থার বাজার মূল্য পৌঁছে যায় ২ লক্ষ কোটি টাকার গন্ডিতে।
জানা গিয়েছে, বাজারে শেয়ার ছাড়ার পর থেকেই তা কেনার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে খবর, মোট ৯ হাজার ৩৭৫ কোটি টাকার শেয়ার বাজারে ছেড়ে দেয় জোম্যাটো। পরিবর্তে ঘরে তোলে ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকা। যা শেয়ার বাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। পেয়ে যায় ইউনিকর্ন তকমাও। যে সকল সংস্থার বাজারমূল্য ৭,৪০০ কোটি টাকার বেশি, তাদেরই ইউনিকর্ন তকমা দেওয়া হয়।
২০০৮ সালে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা বাজারে নামলেও শেয়ারে পা রাখা এই প্রথমবারের মত। আর তাতেই রীতিমত বল পাঠিয়েছে বাউন্ডারি পার করিয়ে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে শেয়ার বাজারে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি নিজের দৌড় দেখাল, তাতে ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য বড় ভরসার জায়গা হতে পারে জোম্যাটো।
ব্যুরো রিপোর্ট