Market
গ্রোফার্সে বিনিয়োগের পথে জোম্যাটো। প্রায় ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে দেশের সবচেয়ে বড় এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। জানা গিয়েছে, আইপিও থেকে বিপুল লাভের অঙ্ক ঘরে তোলার পরেই জোম্যাটোর কাছে বিনিয়োগের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যায়। তাই গ্রসারি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে জোম্যাটো।
যদিও গ্রোফার্সের সঙ্গে জোম্যাটোর এই চুক্তি নতুন নয়। আগেও জোম্যাটোকে গ্রোফার্সে বিনিয়োগ করতে দেখা গিয়েছে। সেবারেও ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল এই খাদ্য পরিবাহী সংস্থা। কিন্তু এবার আরও বড় অঙ্ক বিনিয়োগ করে গ্রসারির ময়দানে নামতে চলেছে জোম্যাটো।
এটা ঠিক যে জোম্যাটোর কাছে এই অনলাইন গ্রসারি পরিষেবা একেবারেই নতুন নয়। কারণ অতিমারি পরিস্থিতিতে যখন দোকান, বাজার বন্ধ থাকার কারণে গ্রাহকদের ভরসা জুগিয়েছে অনলাইন পরিষেবা, তখন জোম্যাটো এই রাস্তায় হেঁটে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করেছিল। যদিও দেখা যায়, তাদের সেই পরিষেবা খুব একটা কাজে দেয়নি। আর যে কারণে জোম্যাটোকে এই পরিষেবা বন্ধ করে দিতে হয়। কিন্তু নাগরিকদের উদ্দ্যেশ্যে শেয়ার ছাড়ার পর যে রেকর্ড পরিমাণ লাভের অঙ্ক ঘরে তুলেছে জোম্যাটো, তারপর আবারও এই পরিষেবা চালুর পথে যেতে চাইছে সংস্থা। আর তাতেই জানা গিয়েছে যে, গ্রোফার্সে বড় অঙ্কের বিনিয়োগ করতে পারে জোম্যাটো।
ব্যুরো রিপোর্ট