Market
অনলাইন ডেলিভারি ব্যবসা তুঙ্গে থাকলেও রাহুর গ্রাসে জোম্যাটোর গ্রসারি উইং। তাই ঝাঁপ বন্ধের সিদ্ধান্ত নিল জোম্যাটো। খাবার ডেলিভারিতে শীর্ষস্থান ধরে রাখলেও অনলাইন গ্রসারি ডেলিভারিতে একেবারেই গ্রাহকদের মধ্যে জায়গা তৈরি করতে পারল না জোম্যাটো। তাই বিখ্যাত এই খাবার পরিবাহী সংস্থা সিদ্ধান্ত নিয়েছে আর দোরে দোরে পৌঁছে এভাবে শাক সবজি ডেলিভারি তারা করবে না। বরং তার জন্য ভরসা করবে গ্রোফার্সের ওপর।
গ্রোফার্স আনাজ সহ বিভিন্ন পণ্য নিয়ে মানুষের কাছে পৌঁছে সবারই পছন্দের তালিকায় নিজের জায়গা দখল করে নিয়েছে। জোম্যাটোর পক্ষ থেকে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সকল ডেলিভারি করার জন্য সংস্থা গ্রোফার্সের ওপরেই নির্ভর করবে।
তার অন্যতম প্রধান কারণ, গ্রোফার্সে বিনিয়োগ। জোম্যাটো ইতিমধ্যে ৭৪৫ কোটি টাকা গ্রোফার্সে বিনিয়োগ করেছে। অতিমারির পর থেকে অনলাইন ব্যবসার রমরমা। পায়ে হেঁটে বাজার না করে বরং অনলাইন গ্রসারিতে ভরসা রাখছেন বহু মানুষ। ফলে গ্রোফার্স ক্রমশই পছন্দের লিস্টে উঠে আসছিল। জোম্যাটো গ্রোফার্সে বিনিয়োগ করার পর থেকে তাই নিজে আর অনলাইন গ্রসারি ব্যবসায় খুব একটা এগিয়ে এলো না। মানুষের মধ্যে চাহিদা তৈরি করতে না পারার কারণেই আপাতত গ্রোফার্সের উপরেই ভরসা রাখল জোম্যাটো।
ব্যুরো রিপোর্ট