Daily

করোনায় মৃত্যুহীন কলকাতা। এদিন গোটা রাজ্যে ৫০৫ জন করোনা আক্রান্তের মধ্যে ১৩ জনের মৃত্যু হলেও কলকাতায় কেউ মারা যাননি। স্বাভাবিকভাবেই যা এক ইতিবাচক সংকেত। আপাতভাবে, মনে করা হচ্ছে যে করোনার বাড়বাড়ন্ত রাজ্যে কমতে শুরু করেছে।
তবে সামনেই পুজো মরশুম। আর স্বাস্থ্য মন্ত্রকের আগাম খবর বলছে, রাজ্যে যে তৃতীয় ঢেউ আসন্ন। মনে করা হচ্ছে পুজোর সময় সেই তৃতীয় ঢেউয়ের প্রকোপ থাকবে তুঙ্গে। তাই আমজনতাকে মাস্ক পড়ার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। ডাক্তারদের এই সার্থকতাকে যদি সত্যিই উদযাপন করতে হয় তবে করোনাবিধি মেনেই পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনোর কথাও বলা হয়েছে। জনগণকে সতর্ক করার মর্মে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র তথা রাজ্য।
শুধুমাত্র রাজধানী কলকাতায় নয়। এদিন করোনার আক্রান্ত কোনো রোগীরই মৃত্যু দেখেনি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। নিয়ম মেনে মাস্ক পড়া ও করোনা বিধি মেনে চলার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট