Daily
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের সামনে এক নতুন বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদেরকে মন দিয়ে পড়াশুনোর পাশাপাশি তৃণমূল সরকারের জামানায় রাজ্যে যে প্রভূত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, এদিনের ভার্চুয়াল সমাবেশ থেকে সেকথাও তুলে ধরেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্মরণ করিয়ে দিলেন কাজ পাওয়ার ক্ষেত্রে কোনোরকম ছুতমার্গ চলবে না।
সারাদেশে যখন বেকারত্বের হার ক্রমশ বাড়ছে ঠিক তখন বাংলায় তার মা মাটি মানুষের সরকার বেকারত্বের হার ৪০% কমিয়েছে বলেও দাবি করলেন দলনেত্রী। বক্তৃতার মধ্যে মধ্যেই নিজের লেখা কবিতাবিতানের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে ছাত্রযৌবনকে ডাক দিলেন নতুন বাংলা গড়ার। মুখ্যমন্ত্রীর সাধের বাংলার ভবিষ্যৎ যে আজকের ছাত্রছাত্রীরাই সেকথাও তিনি স্মরণ করিয়ে দিলেন।
মঞ্চে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু ও অভিষেক বন্দোপাধ্যায়ের সামনে পরিসংখ্যান দিয়ে নিজের দলের ছাত্র সংগঠনের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও তুলে ধরলেন অজানা বাংলায় শিল্পযজ্ঞের নতুন চেহারাটা। রাজ্যে ৯০ লক্ষ এমএসএমই ইউনিটে কর্মরত রয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। তৈরি হচ্ছে, নতুন করে ৫৩৮ টা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। তৈরি হচ্ছে, সিলিকন ভ্যালি, অসংখ্য কর্ম তীর্থ। ছাত্রদের ভার্চুয়াল সভায় নেত্রী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে, কাজের জন্য যেমন আর রাজ্যের ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না, তেমনি একথাও শুনিয়ে রাখলেন যে, কাজ পাওয়ার জন্য কোনোরকম ছুতমার্গ রাখলে চলবে না। হাতে হাতে কাজ, ঘরে ঘরে শিক্ষাই যে তৃতীয় ইনিংসে মমতা বন্দোপাধ্যায়ের সব থেকে বড় চ্যালেঞ্জ, সেকথাও এদিন বেরিয়ে আসল নেত্রীর তীক্ষ্ণ ভাষণে।
কেন্দ্রের বঞ্চনা, আর বিজেপি শাসিত রাজ্যগুলির জঙ্গলের রাজত্বের সঙ্গে বাংলার ফারাকটা প্রতি মুহূর্তে তুলে ধরেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এদিনের ভার্চুয়াল সমাবেশে। আগামীদিনে রাজ্যের পাওনা গন্ডাসহ, বকেয়ার সমস্ত ইস্যুতে ভারত জুড়ে তিনি যখন লড়াইয়ে নামবেন, তখন এই লড়াইয়ের অন্যতম শরিক হবে আজকের ছাত্র যৌবনেরাও। তাই ছাত্রদের ভালো করে মন দিয়ে পড়াশুনো করার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বিজেপির অপশাসনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তাও দিলেন ছাত্রসমাজকে। এখন দলের ছাত্র সংগঠন দলনেত্রীর বার্তা কিভাবে ঘরে ঘরে পৌঁছে দেবে, সেটাই এখন দেখার।
তপজা চক্রবর্তী