Market

সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে জি এন্টারমেন্ট এন্টারপ্রাইজ। দক্ষিণ এশিয়াতে আরও বেশি মুনাফা এবং ব্যবসায়িক উন্নতির জন্য এই দুটি সংস্থা একযোগে কাজ করার পরিকল্পনা নিয়েছে আগামীতে।
জি সূত্রে খবর, সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বা এসপিএনআইয়ের অংশীদারিত্ব থাকবে সবথেকে বেশি। এসপিএনআইয়ের অংশীদারিত্ব যেখানে থাকতে চলেছে ৫২.৯৩ শতাংশ, সেখানে জি-এর থাকবে ৪৭.০৭ শতাংশ। গাঁটছড়া বাঁধলে পুনিত গোয়েঙ্কাই হবেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও।
এক্ষেত্রে দুই সংস্থার ওপরেই নির্ভর করবে তাদের লিনিয়ার নেটওয়ার্কস, ডিজিটাল অ্যাসেটস, প্রোডাকশন অপারেশন এবং প্রোগ্রাম লাইব্রেরি। মনে করা হচ্ছে, এই দুই সংস্থা জোট বাঁধার কারণে সবচেয়ে বেশি উপকৃত হবে জি। শুধু যে সংস্থার ব্যবসায়িক বৃদ্ধিই হবে তা নয়, শেয়ারহোল্ডারদের লাভের অঙ্ক বাড়বে আগামীতে।
ব্যুরো রিপোর্ট