Trending

দিনরাত উপার্জনের কথা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, অথচ বাজারের যা হাল তাতে না পাচ্ছেন চাকরি, না শুরু করতে পারছেন ব্যবসা। কি করবেন ভেবে পাচ্ছেন না? ইউটিউব আছে তো। পুঁজিবিহীন অথচ জনপ্রিয় রোজগারের এরকম একটা ক্রেজি প্ল্যাটফর্ম আর ক’টা আছে বলতে পারবেন? আজকের দিনের দাঁড়িয়ে ইউটিউব বা ইউটিউবারদের ক্রেজ ঠিক কতটা, সেটা নিশ্চই আপনার অজানা নয়। আর তাছাড়া আর পাঁচটা পেশার মত ইউটিউবারদের আয়টাও বেশ মোটা। টেকদুনিয়ার ট্রেন্ডে এখন উপার্জনের ক্ষেত্রে লিড করছে এই ইউটিউব।
গৃহকর্ত্রীর সময় কাটানো থেকে শুরু করে স্টুডেন্টদের ফিউচার আইডিয়া, জব সিকার্সদের যাবতীয় ইনফরমেশনই বলুন কিংবা ব্যবসার দুর্দান্ত আইডিয়া, সবকিছু এক্কেবারে গরমা-গরম হাজির ইউটিউবের কাছে। আর এখন তো লক্ষ লক্ষ মার্কিন ডলার আয়ের দিশারী ইউটিউব। আপনিও শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? কিভাবে ইউটিউব থেকে উপার্জন করবেন? মনিটাইজেশন শুরুর জন্য ঠিক কতজন সাবস্ক্রাইবার কিংবা ভিউর প্রয়োজন? সবটাই অজানা তাই তো? আপনার জন্য রইলো সমস্তটা বিস্তারিতভাবে। আর সমস্তটা জানার পর, আপনি নিশ্চই আর চুপ করে বসে থাকবেন না। একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য যে আপনার মনটা উশখুশ করবে, তা হলফ করে বলা যায়।
সবার আগে আপনার যে চ্যানেলটা খুলছেন, তার কনটেন্ট কি হবে, সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা জরুরি। কারণ এতে ইউটিউবার এবং সাবস্ক্রাইবারদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ স্থাপন হয়। আর সেই কনটেন্ট ভিডিওর কোয়ালিটি বা প্রেজেন্টেশন নিয়ে যেনো বিন্দুমাত্র কনফিউশন না থাকে। কারণ ইউটিউবে এই মুহূর্তে যা কম্পিটিশন, তাতে দর্শক ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। তাই ভিডিও তৈরির আগে আপনাকে মাথায় রাখতে হবে, নির্দিষ্ট বাজার তৈরি করা। কোন কোন দর্শকের কাছে আপনি আপনার কনটেন্ট পৌঁছে দিতে চাইছেন এবং সেই অনুযায়ী ভিডিও বানানো। একটি ভালো ক্যামেরা, আলো, মাইক্রোফোন আপনার ভিডিওকে আরও প্রফেশনাল লুক দিতে পারে।
কন্সিস্টেন্সিটা মেনটেন করা খুব জরুরী। নিয়মিত এবং যত বেশি সংখ্যক ভিডিও আপনি আপলোড করবেন তত ভালো। ভিডিওর সাথে কি ওয়ার্ড থাকাটাও জরুরি। যত বেশি ভিউ পাবেন তত বেশি রোজগারের সম্ভাবনা প্রশস্ত হবে। তবে উপার্জন শুরুর জন্য কমপক্ষে একবছরে ৪০০০ ঘণ্টা ভিউ আসা দরকার। তবে আপনার ভিডিওর উপরে দেখানো লিঙ্কে ক্লিক করে কেউ সম্পূর্ণ বিজ্ঞাপন দেখলে তবেই রোজগার হবে ইউটিউব থেকে। আর একবার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলেন তবে সেই অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন মারফত রোজগারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে।
অ্যাড ছাড়া ইউটিউব আপনার উপার্জনের জন্য কিভাবে সাহায্য করতে পারে? টি-শার্ট, কফি মগ, ব্যাগ সহ নিজস্ব মার্চেনডাইস বিক্রি করেও কিন্তু আপনি ইউটিউব থেকে রোজগার করতে পারবেন। সেক্ষেত্রে ভিডিও নিচে মার্চেনডাইস সেলফ যুক্ত করা আবশ্যক। এছাড়াও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যার মাধ্যমে আপনার রোজগার আরও বাড়তে পারে। তবে কোন ব্র্যান্ডের সাথে আপনার গাঁটছড়া বাঁধা আছে, সেটা দর্শকদের জানাতে ভুলবেন না। আরেকটা বিষয় কি জানেন? আপনার কোন ভিডিও একবার ভাইরাল হয়ে গেলে, কেল্লা ফতেঃ! অন্যান্য মিডিয়া সেই ভিডিও স্ট্রিম করার জন্য আপনাকে অতিরিক্ত টাকা দেবে।
ব্যুরো রিপোর্ট