Daily

ঘাড়ে চেপে বাজার করছেন? করুন। তবে করোনা ঘাড়ে চাপলে পালাবেন কোথায় ভেবেছেন? সতর্ক হন সময় থাকতে ।মুখে করোনা ভাইরাসের মাস্ক পরে এমনি মেসেজ নিয়ে সব্জি ও মাছ বাজারে হাজির হয়েছে একদল যুবক। উদ্দেশ্য সচেতনতা জাগানো।
চারপাশে ঘুরে বেরাচ্ছে করোনা ভাইরাস।বলা ভাল, মুখশধারি করোনা ভাইরাস। তাই দূরত্ব বজায় রাখার দায়িত্ব আপনার। মুখে মাস্ক বাধ্যতামূলক। হাত স্যানিটাইজ করুন কেনাকাটার পরই। এমনই দৃশ্য চোখে পড়লো ঝাড়গ্রাম বাজার,ও সব্জী মার্কেট এলাকায়।
তৃনমূল ছাত্রপরিষদের ঝাড়গ্রাম জেলা সভাপতি আর্য ঘোষ, জেলা সাধারণ সম্পাদক শুভদীপ সেনগুপ্ত তার কর্মীদের নিয়ে এই প্রচার করে। দোকানদার থেকে ক্রেতা সকলকেই অনুরোধ করছেন করোনা বিধি মেনে চলতে।
ঝাড়গ্রাম শহর ও জেলায় করোনার প্রকোপ যেমন বেড়েছে তেমনি বেরেছে মৃত্যুর হার। তাই যে কোনো অপ্রীতিকর অবস্থা রুখতে মানুষ কে সচেতন তারা বদ্ধপরিকর। এমন উদ্যোগ যে প্রশংসনীয় তা আর বলার অবকাশ রাখে কি?
অরুপ ঘোষ, ঝারগ্রাম