Daily

বিয়ে বাড়িতে যোগ দিতে এসে জলাধারে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার খইরাবেড়া জলাধারে । জানা যায়, গত শুক্রবার ঝাড়খণ্ডের চান্ডিল এলাকার নিমডি গ্রাম থেকে মামার বাড়ি বুড়দাতে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে এসেছিলেন ২২ বছর বয়স্ক দেবরাজ মাছুয়ার নামে এক যুবক। পরেরদিন অর্থাৎ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দেবরাজ তার দুই সঙ্গীকে নিয়ে বুড়দা গ্রামের পাশের খইরাবেড়া জলাধারে স্নান করতে আসেন । স্নান করতে নেমে অন্যেরা জল থেকে উঠলেও দেবরাজ জলে তলিয়ে যায়। ঘটনার পর বাঘমুন্ডি থানার পুলিশ এসে উদ্ধার কাজ চালালেও দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। এরপরই রঘুনাথপুর থেকে বিপর্যয় মোকাবিলার দলকে ডাকা হয়। এদিনের শেষ বিকেলে বিপর্যয় মোকাবিলার দল ডুবুরি নামিয়ে দেবরাজ মাছুয়ারের দেহ উদ্ধার করেন। দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বলে পুলিশ সূত্রের খবর। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জয়প্রকাশ কুইরি , পুরুলিয়া