Daily
শেক্সপিয়ার সরণির ছায়া এবার মালদার কালিয়াচকে।
একই পরিবারের চারজন সদস্যকে খুন করে গুদামঘরে পুঁতে রাখার অভিযোগ উঠল পরিবারের ছোট ছেলের বিরুদ্ধে।
মা, বাবা, বোন এবং ঠাকুমাকে খুন। খুন করেছে ১৯ বছর বয়সী যুবক আসিফ মোহাম্মদ। কালিয়াচক থানার গুরুটোলা গ্রামে ঘটে গেছে এই নৃশংস ঘটনা।
অভিযুক্ত আসিফের দাদা জানিয়েছেন ২৮ ফেব্রুয়ারি এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের দাদা মালদায় থাকতেন না। গতকাল রাতে তিনি ফিরে এসে কালিয়াচক থানায় ভাইয়ের নামে লিখিত অভিযোগ জানান।
অভিযুক্তের ঘর তল্লাশি করে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। ঘরের মধ্যে পাওয়া গেছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইল ফোন ল্যাপটপ। অত্যাধুনিক গ্যাজেটস।
এই হত্যাকাণ্ড থেকে উঠে আসছে অনেকগুলো প্রশ্ন।
ঘটনার চার মাস পর কেন লিখিত অভিযোগ জমা পড়ল?অভিযুক্তের দাদা এতদিন কোথায় ছিলেন? অভিযুক্ত মাধ্যমিক পাশ। প্রতিবেশীদের সঙ্গে কোন যোগাযোগ রাখত না। এমনকি পরিচারিকাও ঢুকতে পারতেন না বাড়িতে। অভিযুক্ত খাবার আনাত অনলাইন থেকে।
কিন্তু কেন এই খুন? কেন খুন করা হল পরিবারের চার সদস্যদের?
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
প্রশান্ত দাস, মালদা