Daily
বি পি এন ডেস্ক : যোগী রাজ্যে আসলেন রাজার মত। মমতার সরকারকে বিঁধলেন বাঘের মত। মালদার সভা থেকে মমতার সরকারকে তোপ দাগলেন সবদিক দিয়ে। আইনশৃঙ্খলা থেকে কর্মসংস্থান। বাদ গেল না কিছুই। যথারীতি স্বভাবসুলভ ভঙ্গিতে এই রাজ্য সরকারকে তোষণের সরকার বলতেও ছাড়লেন না যোগীজি। গোহত্যা প্রসঙ্গে মোদিজির পদক্ষেপের পাশাপাশি নিজের রাজ্য উত্তরপ্রদেশে গোহত্যাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন বলেও দাবি করেন। কিন্তু তথ্য বলছে অন্য কথা। ২০১৩-১৪ সালে ভারতে গোমাংসের রপ্তানির পরিমাণ ছিল ১৩,৬৫,৬৪৩ মেট্রিক টন তখন ২০১৪-১৫ সালে সেই রপ্তানির পরিমাণ বেড়ে হয় ১৪,৭৫,৫৪০ মেট্রিক টন। আবার ২০১৬-১৭ সালে যখন রপ্তানির অঙ্ক ছিল ১৩,৩০,০১৩ মেট্রিক টন তারপর ২০১৭-১৮ সালে ফের এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৩,৪৮,২২৫ মেট্রিক টন। রাজনৈতিক মহলের প্রশ্ন ভারতে যদি গোহত্যা বন্ধই হয়ে থাকে তাহলে রপ্তানির পরিসংখ্যান আসছে কোথা থেকে?