Prime
Daily
মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা
By sanchitabpn21 | September 6, 2021
Daily
উত্তর প্রদেশের মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গতকাল সোমবার এই নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। আদিত্যনাথ লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই নিষেধাজ্ঞার বিষয়ে পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মথুরার যাঁরা মদ ও মাংসের ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা দুধ বিক্রি শুরু করতে পারেন বলে পরামর্শ দেন আদিত্যনাথ। তিনি আরও বলেন বিপুল পরিমাণে প্রাণিজ দুধ উৎপাদনের জন্য মথুরার একসময় বিখ্যাত ছিল। এখন সেই গৌরব পুনরুজ্জীবিত করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আদিত্যনাথ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের স্থানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এখন তা পুনরুজ্জীবিত করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট