Daily

১০ আগস্ট থেকে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াল ইয়েস ব্যাঙ্ক । ২ কোটি টাকার নীচের আমানতে বাড়ল সুদের হার।
প্রসঙ্গত, সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে এক অর্থবর্ষে তিনবার রেপো রেট বৃদ্ধি করার ফলে ব্যাঙ্কের FD তে সুদের হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইয়েস ব্যাঙ্ক ৭ থেকে ১৪ দিনের FD তে ৩.৫০ শতাংশ সুদ দিচ্ছে। ৪৬ থেকে ৯০ দিনের FD তে সুদ মিলছে ৪.১০ শতাংশ। ৩ থেকে ৬ মাসের মধ্যে পূর্ণ হওয়া FD তে সুদ দেওয়া হয়েছিল ৪.৭৫ শতাংশ।
বর্তমানে ইয়েস ব্যাঙ্ক এক বছর থেকে ১৮ মাসের বা তার কম সময়ে FD তে সুদ দিচ্ছে ৬.২৫ শতাংশ। ১৮ মাসের বেশি কিন্তু ৩ বছরের কম এবং ৩ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম সময়ের FD-র সুদ বাড়িয়ে ৬.৭৫ শতাংশ করেছে। প্রবীণ নাগরিকদের জন্য আরও বেশি সুবিধা আছে বলে জানা গেছে।