Daily

কাউন্টডাউন শুরু। এগিয়ে আসছে একুশের প্রথম সাইক্লোন। যা আম্ফানের চেয়েও হতে পারে ভয়ঙ্কর। যদিও এর সর্বোচ্চ গতিবেগ কত হবে বা কোথায় আছড়ে পড়তে পারে, সেই নিয়ে এখনও স্পষ্ট নন আবহাওয়াবিদরা। তবে ঘনীভূত যে হচ্ছে সেই কথা স্বীকার করেছে আবহাওয়া দপ্তর।
মনে করা হচ্ছে, গুজরাত উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ইতিমধ্যেই কেরলে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। সঙ্গে দোসর ব্যপক ঝোড়ো হাওয়া। কেরলের কোট্টায়ামে এখন চলছে অবিরাম বর্ষণ। কেরলের বেশ কয়েকটি এলাকায় প্রথমে ইয়েলো অ্যালার্ট জারি করা হলেও এখন রেড অ্যালার্ট জারি করার মত পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্ক থাকতে বলেছে কেরলকে। গুজরাতেও একপ্রস্থ হয়ে গেছে উচ্চ পর্যায়ের বৈঠক। সতর্ক করা হয়েছে মৎস্যজীবিদের।
ব্যুরো রিপোর্ট