Prime
Daily
শক্তি হারিয়ে ইয়াস এখন অতি গভীর নিম্নচাপ
By Business Prime News | May 27, 2021
Daily
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ইয়াস উড়িষ্যায় আছড়ে পড়ার পরেই তার শক্তি ক্রমশ হারিয়ে ফেলেছিল। রাত্রিবেলা এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। আর 12 ঘণ্টার মধ্যে এই অতি গভীর নিম্নচাপ নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ঝারগ্রাম উত্তর ২৪ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়ায়। ভারী বৃষ্টি হবে নদিয়া বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
ইয়াস চলে গেছে। শক্তি ও তার অনেকটাই কম। কিন্তু রেখে গেছে তার ধ্বংসলীলার স্মৃতিচিহ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকা জুড়ে। আবার কবে ফিরবে স্বাভাবিক ছন্দে সেখানকার মানুষের জীবন? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছেন এলাকাবাসী।
ব্যুরো রিপোর্ট