Daily

নারদ মামলার শুনানি ধাক্কা খাচ্ছে বারবার। গত সোমবার হাইকোর্টে নারদ মামলার শুনানি ছিল। যদিও নিষ্পত্তি হয়নি কোন। এদিকে আদালত জানায়, বুধবারই হবে নারদ মামলার শুনানি। কিন্তু এবারেও ধাক্কা। সৌজন্যে ইয়াস। কারণ বিধ্বংসী এই ঝড়ের প্রভাব কতটা পড়বে তাই নিয়ে দুশ্চিন্তায় প্রত্যেকেই। আর তাই কলকাতা হাইকোর্টও বুধ এবং বৃহস্পতিবার আদালতে ছুটি ঘোষণা করেছে।
এদিকে দুদিন ছুটি থাকায় কবে হবে নারদ মামলার শুনানি সেই নিয়েও আবার তৈরি হল এক বড়সড় প্রশ্নচিহ্ন। ফলে কবে হতে চলেছে সব সমাধান, তারও কোন সঠিক উত্তর পাওয়া গেল না।
এদিকে যতক্ষণ না শুনানি হয়ে সবকিছু স্পষ্ট হচ্ছে ততদিন পর্যন্ত সুব্রত, শোভন, ফিরহাদ এবং মদনের ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার খাঁড়া। উল্লেখ্য, এই চারজনের মধ্যে ফিরহাদ এবং শোভন ঘর বন্দি থাকলেও সুব্রত, মদন আপাতত রয়েছেন উডবার্ন ওয়ার্ডেই।
ব্যুরো রিপোর্ট