Prime
Daily
ল্যান্ডফল হল ঘূর্ণিঝড় ইয়াসের
By Business Prime News | May 26, 2021
Daily
ল্যান্ডফল হল ঘূর্ণিঝড় ইয়াসের। ওড়িশার বালেশ্বর এবং ধামড়া পোর্টের মাঝে ইয়াস আছড়ে পড়ল বিধ্বংসী রূপ নিয়ে। উত্তাল হয়েছে সমুদ্র। চেনা যাচ্ছে না রাস্তাঘাট। সমুদ্র এবং রাস্তা প্রায় এক হয়ে গেছে।
একই অবস্থা দীঘার। দীঘা শহরের জমি কিছুটা উঁচু। কিন্তু সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ছে দীঘা শহরের ওপর। নারকেল গাছের মাথা ছুঁয়ে সমুদ্রের ঢেউ ঢুকছে দীঘার শহরের মধ্যে। রাস্তা এবং সমুদ্র কার্যত এক হয়ে গেছে। দীঘা ছাড়াও মন্দারমণি, শঙ্করপুর, গোসাবার অবস্থাও ভয়ঙ্কর।
সকাল ৯:১৫ নাগাদ ল্যান্ডফল শুরু হয়েছে। চলবে প্রায় তিন ঘন্টা ধরে। উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ১৩০ কিমি। মেদিনীপুরের বেশ কিছু গ্রামে জল ঢুকে গেছে। এক কথায় রীতিমত তান্ডব দেখাচ্ছে ইয়াস।
ব্যুরো রিপোর্ট