Daily
সামুদ্রিক দানব ইয়াস একটু একটু করে এগিয়ে আসছে শক্তি সঞ্চয় করে। দীঘা থেকে মাত্র ৬০০ কিলোমিটার দূরে এখন ইয়াসের অবস্থান। উপকূলে পা রাখতে সময় নেবে আর মাত্র কয়েক ঘন্টা।
বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইয়াস। অতি গভীর নিম্নচাপ থেকে জন্ম নিয়ে মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস।ইয়াস রয়েছে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিমি দূরে . পারাদ্বীপ থেকে ৫৪০ কিমি দূরে দীঘা থেকে ৬৩০ কিমি দূরে,
আবহাওয়া দপ্তর জানিয়ছে, এখন ক্রমশই শক্তি সঞ্চয় করছে ইয়াস। তারপর বুধবার সন্ধ্যে নয়, দুপুরের মধ্যেই আছড়ে পড়বে ইয়াস।
আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং ওড়িশার পারাদ্বীপের মধ্যবর্তী কোন স্থানে। বুধবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারি বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১৫৫-১৬৫ কিমি।
ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসিন্দাদের সাহায্যের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন। আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধারের পাশাপাশি বিদ্যুত যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
বাংলা-ওড়িশা উপকূলে ৪টি ডাইভিং টিম সহ ৮ উদ্ধারকারী দল উপস্থিত। কলকাতা এবং পোর্ট ব্লেয়ারে মোতায়েন করা হয়েছে ৩৩৪ জন NDRF জওয়ান। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাবার নিয়ে প্রস্তুত নৌবাহিনীর ৪ জাহাজ।
ব্যুরো রিপোর্ট