Market

ধামাকা ডিজাইন আর একগুচ্ছ নতুন ফিচার নিয়ে বাজারে এলো রেট্রো স্টাইলে ইয়ামাহার দুটি মোটর বাইকের নতুন মডেল। দাম ও এক্কেবারে সাধ্যের মধ্যে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ একাধিক ফ্যাসিলিটি পেতে চাইলে আজই কিনে ফেলুন এই স্টাইলিশ বাইক।
ভারতের বাজারে আসা Yamaha FZ-X Neo-Retro এর দুটি মডেলের একটিতে থাকছে ব্লুটুথ ফ্যাসিলিটি, দাম ধার্য করা হয়েছে ১লক্ষ ১৯ হাজার টাকা। অন্য মডেলটিতে সেই ফ্যাসিলিটি না থাকায় দাম ধার্য করা হয়েছে মাত্র ১ লক্ষ ১৬ হাজার টাকা। মডেল দুটি দেখতেও যেমন চমৎকার, তেমনই ডিজাইন এও রয়েছে চমক। সাথে ইঞ্জিনেও রয়েছে চমক। এই মডেল দুটির ক্ষেত্রে ২ ভালভের ব্লু কোর F1 ইঞ্জিন ব্যবহার করা হবে। ৭,২৫০ RPM এর ক্ষেত্রে ১২.৪ PS সর্বোচ্চ ক্ষমতার ও ৫,৫০০ RPM এ ১৩.৩ Nm টর্ক ব্যবহার করার ক্ষমতা এই ইঞ্জিনের।
বাইকারদের একটু পুরোনো দিনের স্বাদ দিতে এই মডেল দুটি তৈরিতে নিও-রেট্রো স্টাইল অনুসরণ করা হয়েছে। এছাড়াও থাকছে থাকছে বাই ফাংশানাল এলইডি হেডলাইট। দিনের বেলায় সঠিকভাবে কাজ করার জন্য থাকছে ডেটাইম এলইডি রানিং ল্যাম্প। থাকছে নেগেটিভ এলসিডি কনসোল ও একটি পাওয়ার সকেট।
ব্যুরো রিপোর্ট