Daily

ভারতের বাজারে এন্ট্রি নিচ্ছে ইয়ামাহা এরক্স ১৫৫ ম্যাক্সি স্কুটার। ভারতের মার্কেটে নিজেদের একাধিপত্য ছড়াতে বেশ বড়সড় ভূমিকা জাপানের এই দ্বি-চাকা নির্মাতা সংস্থার। FZ-X ১৫৫ এবং MT-15 এবং FZS এর নতুন সংস্করণ চালু করার পর, এবার ১৫৫ সিসির প্রিমিয়াম স্কুটার চালু করার জন্য প্রস্তুত হয়েছে তারা।
এমনিতেও আন্তর্জাতিক বাজারে তথা ভারতে ইয়ামাহার জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি ইয়ামাহা অ্যারক্স থাইল্যান্ডে চালু করা হয়েছে। এবার ভারতের বাজারে এর এন্ট্রি হলে জনপ্রিয়তা পৌঁছবে তুঙ্গে, বলে মনে করছেন কোম্পানির কর্মকর্তারা। শক্তিশালী এবং উন্নতমানের ইঞ্জিন নিয়ে ছুটবে এই স্কুটার। ওজন ১২৫ কেজি। গাড়িটির তেল ধারণ ক্ষমতা ৫.৫ লিটার।
স্কুটারটি ইয়ামাহার ওয়াই-কানেক্ট হিসাবে স্ট্যান্ডার্ড ভাবে সাজানো যা স্কুটার চালকের জন্য বেশ সুবিধাজনক। ব্যাটারি, মাইলেজ সহ আরও একাধিক সুবিধাও পাচ্ছেন আরোহী। অসাধারণ হেড লাইট এবং নতুন এলইডি টেল-লাইট, একটি নতুন এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট থাকবে এর সাথে। সিটের নিচে ২৫ লিটার স্টোরেজ বগিও রয়েছে স্কুটারটিতে।
ব্যুরো রিপোর্ট