Trending

মাইক্রোসফটের লিঙ্কডইনের পর এবার পালা ইয়াহুর। চিন থেকে যাবতীয় বাণিজ্যিক পাত্তারি গোটাচ্ছে ইয়াহু। চিনা প্রযুক্তি বাজারে নানান শর্ত আর বিধিনিষেধের কারণে নিজেদের গুটিয়ে নিচ্ছে তারা। ইয়াহুর মুখপাত্র সম্প্রতি এক ঘোষণায় বলেন, চিনে পরিবেশবান্ধব বাণিজ্যিক ব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে। তাই চিন থেকে এবার বিদায় নেওয়ার পালা।
এছাড়াও চিনে এখন বিদেশি বেসরকারি কোম্পানির ব্যবসা করার দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে। পাশাপাশি, দেশীয় তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিগুলোকে সুযোগ দিতে বিদেশি কোম্পানির উপর লাগাতার বিধিনিষেধ আরোপ করেছে চিনা প্রশাসন। বেজিংয়ের দাবি, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো চিন থেকে বড় অঙ্কের অর্থ বাগিয়ে নিয়ে যাচ্ছে। আর যে কারণে, একের পর এক মার্কিন টেক সংস্থাগুলো ব্যবসার বাজার গুটিয়ে নিচ্ছে চিন থেকে।
ব্যুরো রিপোর্ট