Daily

বাস বুকিং করুন অ্যাপে, বাংলাদেশে শুরু ‘যাত্রী’-র যাত্রা। বাংলাদেশের ঢাকা জেলার ক্যান্টনমেন্ট এলাকায় গণপরিবহনে অ্যাপের মাধ্যমে টিকেটিং সেবা দেওয়ার মাধ্যমে স্টার্টআপ করে সংস্থাটি। স্টার্টআপের মাত্র দুবছরের মধ্যেই ব্যাপক ক্রেজ বাড়ে ‘যাত্রী’-র। শুধুমাত্র ঢাকা-ই নয়, পাশাপাশি সিলেট ও চট্টগ্রামের অনেক ব্যক্তিমালিকানাধীন বাসের টিকিট ব্যবস্থাপনাতেও যুক্ত করা হয় অ্যাপটি।
পাশাপাশি রাইড শেয়ারিং পরিষেবা চালু করায় ‘যাত্রী’-অ্যাপের মাধ্যমে কোনো যাত্রী মাইক্রোবাসও ভাড়া করে থাকেন। কোনো যাত্রী এই অ্যাপের মাধ্যমে বুকিং রিকোয়েস্ট পাঠালে নানান ভাড়া অফার করে থাকেন আগ্রহী চালকেরা। যাত্রী তার পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নিতে পারেন। চাহিদামাফিক সফলতা আসায় বাস কাউন্টার ব্যবস্থাপনার ‘সেবা’ অ্যাপেও যুক্ত করা হয় সংস্থাটিকে। এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৩৫ লাখ বাসের টিকিট বিক্রি করেছে ‘যাত্রী’।
বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক এই বাণিজ্যিক প্রকল্পে ১২ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে সংস্থাটি বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ১০ কোটি টাকারও বেশি। বড় কোম্পানিগুলি ছাড়াও ব্যক্তিমালিকাধীন বাস যেগুলিতে চড়েই বেশিরভাগ মানুষ গন্তব্যে পৌঁছন, সেগুলিকেও এই পরিষেবার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন, সংস্থার সিইও আজিজ আরমান।
ব্যুরো রিপোর্ট