Daily

মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপের পর এবার স্মার্ট কার তৈরির পথে শাওমি। বাজারে আনতে চলেছে চালকবিহীন গাড়ি। গাড়িতে বসে, সিট বেল্ট বেঁধে, শুধু ডেস্টিনেশন কোথায় সেই কমান্ডের অপেক্ষা। ব্যাস! পৌঁছে দেবে এই স্মার্ট কার। টেসলা কোম্পানির তৈরি বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় বিশ্ব বাজারে। তবে কি এবার সেই পথেই হয়েছে শাওমি?
সম্প্রতি শাওমির কর্ণধার লেই জুন তার ওয়েইবো অ্যাকাউন্টে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে যে, শাওমি তাদের নিজস্ব অটোমোবাইল বিভাগের জন্য স্বয়ংক্রিয় ড্রাইভিং ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়োগ করছে। আর তাতেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে শাওমি স্বয়ং চালিত গাড়ি আনতে চলেছে বাজারে।
শাওমির তরফ থেকে গত মার্চে ঘোষণা করা হয়েছিল, যে ব্যাটারিচালিত গাড়ি ব্যবসা শুরু করতে চলছে শাওমি। বৈদ্যুতিক গাড়ি ও সেই সংক্রান্ত ব্যবসার জন্য এক সম্পূর্ণ মালিকানাধীন শাখা সংস্থা প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে সংস্থার তরফে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাতে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থা। তবে বাজারে ঠিক কবে আসতে চলেছে স্মার্ট কার, সে বিষয়ে খোলসা করে কিছু জানায়নি সংস্থা।
ব্যুরো রিপোর্ট