Trending

দেশে স্মার্টফোনের বাজারে এগিয়ে রইল শাওমি। টেক্কা দিয়ে পিছনে ফেলে দিয়েছে স্যামসাং, ভিভো, রিয়েলমি, ওপ্পোর মত একাধিক সংস্থার মোবাইলকে। অতিমারির সময় ২০২১ সালে ভারতে স্মার্টফোনের বাজার বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। যেখানে নিঃসন্দেহে জ্বালানি দিল শাওমির মত চিনা মোবাইল সংস্থা।
সূত্রের খবর, ভারতে ২০২১ সালে স্মার্টফোন বিক্রি তৈরি করেছে নয়া রেকর্ড। দেশীয় বাজারে ১৬২ মিলিয়ন স্মার্টফোন সরবরাহ করে। যার মধ্যে ৪০ মিলিয়ন স্মার্টফোন সরবরাহ করেছে শাওমি নিজেই। ফলে ভারতের বাজারে শাওমি বাজার দখল করে রেখেছে ২৫ শতাংশ। ২০২০ সালের তুলনায় ভারতের বাজারে স্মার্টফোন ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শাওমি ছাড়া দেশের বাজারে নিজের আধিপত্য ধরে রাখতে পেরেছে স্যামসাং। তারপরেই রয়েছে ভিভো। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে রিয়েলমি এবং ওপ্পো। করোনা আবহে মানুষের ঝোঁক বেড়েছে মোবাইলে। কর্মক্ষেত্র থেকে প্রতিদিনের জীবনযাপনে ডিজিটাল নির্ভর দুনিয়ার প্রভাব অনেকটাই ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের মত বিশাল বাজারকে ধরে রাখতে প্রথম সারির মোবাইল সংস্থাগুলি ঝাঁপিয়ে পড়েছিল। অবশেষে দেখা গেল, স্যামসাংকে হারিয়ে ভারতের স্মার্টফোনের বাজার নিজের কাছে ধরে রাখল শাওমি।
ব্যুরো রিপোর্ট