Market

পেনশন ফান্ড আকর্ষণীয় করতে ঝুঁকি বাড়বে না তো? কি বলছেন বিশেষজ্ঞরা? এনপিএস বা অটল পেনশনের মতো প্রকল্পে লগ্নি টানতে বদ্ধপরিকর পিএফআরডিএ।
শেয়ার বাজারে, তহবিলের টাকা খাটানোর সুযোগ বৃদ্ধি থেকে শুরু করে পেনশন ফান্ড থেকে বার তিনেক টাকা তোলার মতো সুবিধা সহ আরও একাধিক আকর্ষণীয় পদক্ষেপ নিতে চলেছে তারা। আইনগত বদল আসতে পারে চলতি বাদল অধিবেশনেই, জানালেন পিএফআরডিএ-এর চেয়ারম্যান সুপ্রতিম বন্দোপাধ্যায়।
রিপোর্ট বলছে, গত কয়েক বছরে টাকা শেয়ার বাজারে খাটিয়ে, বছরে ১১.৩% যায় হয়েছে। এছাড়াও সরকারি ঋণপত্রে লগ্নি করে আয় হয়েছে ৯.৬৯% ও কর্পোরেট বন্ডের লগ্নি থেকে যায় হয়েছে ১০.২১%। নানান বিধিনিষেধের চাপে শেয়ারে লগ্নি ১১.৬৯% এ সীমাবদ্ধ থেকেছে। তবে বেশ কয়েকদিন যাবৎ বাজার মূল্য বেশ চড়া। তাই এবারে যায় বৃদ্ধির সুযোগ খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অবসরের পর এই পেনশনই আশা ভরসা একাংশের। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সময় সেই টাকা শেয়ারে লাগালে বড় ঝুঁকির সম্ভাবনাও রয়েছে। দেখতে হতে পারে বড়োসড়ো লোকসান। তাই লগ্নিকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা যাচাই করে বিনিয়োগের ক্ষেত্রগুলিকে ভাগ করা জরুরি বলে বলে করছেন অনেকেই।
ব্যুরো রিপোর্ট