Daily

বাড়ি করবেন? চিন্তা বাড়ছে? আহা! চিন্তার আর নেই দরকার, পাশে আছে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পিএমএওয়াই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলে প্রায় ১৬ হাজারেরও বেশি বাড়ি তৈরিতে ছাড়পত্র দিয়েছেন। পাওয়া যাবে ভর্তুকিও। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এ কথা ঘোষণা করা হয়েছে।
কিন্তু কারা পাবেন ভর্তুকি? এই প্রকল্পের আওতায় যারা ঋণ নিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনেন তারা ভর্তুকি পেয়ে থাকেন। অর্থাৎ, অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মত। কিভাবে আবেদন করবেন জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? একেবারে সহজ পদ্ধতি। প্রকল্পের সরকারি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। এরপর নিজের ফোন নম্বর দিন। একটা ওটিপি আসবে আপনার মোবাইলে। সেটা দিয়ে লগ ইন করে গেলেই কাজ শেষ। এরপর বাড়ি সংক্রান্ত আবেদন পত্র ও প্রয়োজনীয় নথি আপলোড করে ফেলুন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হবে সুবিধাভোগীদের নাম দেওয়া। সেই তালিকা অনুযায়ী আপনিও পেতে পারেন এই সুবিধে।
তবে মনে রাখবেন আবেদনকারীর নামে অথবা আবেদনাকারীর পরিবারের কোন সদসস্যের নামে দেশের অন্য কোথাও বাড়ি থাকা চলবে না। অর্থাৎ এক কথায় গৃহহীনদের জন্যই এই প্রকল্প চালু করেছেন নরেন্দ্র মোদী সরকার। প্রথমে গরীবদের এই প্রকল্পভুক্ত করা হলেও এখন থেকে মধ্যবিত্তরাও এই সুবিধে পাবেন। তবে শুরুটা শহরাঞ্চলে হলেও আসতে আসতে গ্রামের দিকেও এর প্রসার ঘটছে।
ব্যুরো রিপোর্ট