Trending

বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা Mony Mist। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এত ছোট ৪জি স্মার্টফোন আগে কোনদিন ক্রেতারা দেখেননি। সেইদিক থেকে দেখতে গেলে এটাই হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট ৪জি স্মার্টফোন। কারণ এই ফোন এতটাই ছোট যে আপনার হাতের তালুর মধ্যে ধরে যাবে।
আপাতত এই ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র কালো রঙে। এর এলসিডি ডিসপ্লে সাইজ হচ্ছে মাত্র ৩ ইঞ্চি। থাকছে ৪৮০X৮৫৪ পিক্সেল রেজোলিউশন এবং অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ১৬:৯। এই ফোনে পাওয়া যাবে না কোনরকম মাইক্রোএসডি কার্ড স্লট। থাকছে অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
টাইপ সি পোর্ট রয়েছে এই ফোনে। একই সঙ্গে রয়েছে ১২৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে ডুয়াল মাইক্রো সিম। এছাড়াও পাওয়া যাবে ওয়াই ফাই এবং ব্লুটুথ সাপোর্ট। রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি সাপোর্ট। কবে এই ফোন পাওয়া যাবে? জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ক্রেতাদের জন্য বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে এই ফোন। যার দাম রিটেল শপে রাখা হবে প্রায় ১১,১৫০ টাকার মত।
ব্যুরো রিপোর্ট