Daily

অতিমারির চোখ রাঙানিতে ভীত বিশ্ববাসী। করোনা সংক্রমণের ভয়াবহ প্রাদুর্ভাব চলছে জাপানেও। এই পরিস্থিতিতে অলিম্পিকের মশাল বহন থেকে সরে এলেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি কানে তানাকা(১১৮)। আগামী ১১ মে জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ফুকুওয়াকা থেকে অলিম্পিক মশাল বহন করার রিলেতে অংশ নেয়ার কথা ছিল এই জাপানি নারীর। তবে পরিস্থিতি বিবেচনা করে তিনি জানান, এই মুহূর্তে তিনি কোনো ঝুঁকি নিতে চান না। অলিম্পিক মশাল বহন করতে গিয়ে অজান্তেই তিনি সংক্রমিত হতে পারেন। তিনি চান না তার মাধ্যমে নার্সিং হোমের অন্যদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ুক। তাই অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন কানে তানাকা স্বয়ং। গত মাসে সংক্রমণের ভয়াবহতা বাড়ায় টোকিও ও ওসাকা সহ দেশের বেশ কয়েকটি বড় শহরে জারি হয়েছে জরুরি অবস্থা। এমন অবস্থায় কানে তানাকার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
ব্যুরো রিপোর্ট