Daily

চায়ের সাথে বাঙালির যেন নাড়ির টান। চা ব্যতীত বাঙালির একটি দিনও চলা ভার। আর শুধু বাঙালি কেন, চা গোটা বিশ্বের কাছে সবচেয়ে সমাদৃত একটি পানীয় যার হরেক দামের হরেক ফ্লেভারে মাথা যাবে গুলিয়ে। তবে জানেন কি পৃথিবীর সবচেয়ে দামী চায়ের নাম, ধাম এবং দাম?
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চায়ের নাম দ্য হং পাও, যার ধাম চিনের ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বত। এবং দাম কেজি পিছু ১৫,০০,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার টাকা। দামের অঙ্ক দেখে চোখ কপালে উঠল নাকি? এত দাম হবার কোন কারণ তো আছেই। বলা হয় দ্য হং পাও হল একটি দুষ্প্রাপ্য গাছের পাতা। যা ওষধিগুণে ভরপুর। আর এই পাতা দিয়ে চা তৈরি হলে তার দাম তো আকাশছোঁয়া হবেই।
এবার আসা যাক টি-ব্যাগে। আচ্ছা বলুন তো সবচেয়ে দামি টি-ব্যাগ কোনটি? খাঁটি ব্রিটিশ কোম্পানি পিজি টিপসের তৈরি একটি টি-ব্যাগের দাম ১৫,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৩৩ হাজার টাকা। এই, আবারও কেশে উঠলেন দাম শুনে? প্রশ্ন হচ্ছে একটি টি-ব্যাগের এত দাম কেন? আসলে পিজি টিপস তার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে টানা ৩ মাস ধরে ২৮০ টি হিরে দিয়ে তৈরি করেছে একেকটি টি ব্যাগ। বিক্রির পুরো অঙ্কটাই ব্যবহার করা হয় ম্যানচেস্টার চিল্ড্রেন হাসপাতালের শিশুদের চিকিৎসার জন্য।
তাহলে বোঝা গেল তো চায়ের কত দর!!
ব্যুরো রিপোর্ট