Daily

করোনা আবহের মধ্যেই নদিয়ার কল্যাণীতে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই দিনে আদিবাসী সম্প্রদায়ের ৩০০ জন মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের পরামর্শ দেওয়া হবে কোভিড বিধি মেনে চলার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং কলেজ অফ মেডিসিন ও জওহরলাল নেহেরু হাসপাতালের উদ্যোগে এই বিশেষ টিকাকরণ অভিযানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, পুরসভা এলাকায় চারটি স্থানে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই টিকাকরণ অভিযান চালানো হয়। এই উদ্যোগ নেওয়ার ফলে স্বাভাবিকভাবেই খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। কলেজ অফ মেডিসিন এবং জওহরলাল নেহরু হাসপাতালের টিকাকরণের নোডাল অফিসার ডাক্তার অয়ন ঘোষ জানান, অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকাকরণ অভিযান চালানো হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে। একইভাবে করোনা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার জন্য তাঁদের সচেতন করা হচ্ছে।
রনি চ্যাটার্জী, নদিয়া