Agriculture news
মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, মাটির ওপর যথেচ্ছাচার, কৃষিকাজে অনিয়ম- কৃষি নির্ভর অর্থনীতির জন্য বিপদ সংকেত। তাই আগে থাকতে সতর্ক হন। কী করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা? শুনে নিন বিজনেস প্রাইম নিউজে।
৫ ডিসেম্বর- দিনটা অন্যরকম। এদিন বিশ্ব মৃত্তিকা দিবস। মাটি, যা এই গোটা বাস্তুতন্ত্রের অস্তিত্ব বহন করে, এই দিনটা শুধু তার জন্যই। নিয়ম মেনে তাই বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সামিল হল নদীয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র। কী ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য?
গলদ যদি গোড়ায় থাকে, তবে গোড়াকেই সারান দরকার। অবৈজ্ঞানিক চাষের মাধ্যম মাটির স্বাস্থ্য খারাপ করছে। মাটির স্বাস্থ্য খারাপ হলে দূষিত হচ্ছে জল। দূষিত জল ব্যবহার হচ্ছে জমিতে। ক্ষতি হচ্ছে কৃষিক্ষেত্রের। মানুষের স্বাস্থ্যেও বাড়ছে বিপদ। বিপর্যস্ত হচ্ছে বাস্তুতন্ত্র। তাই আজকের জন্য না হোক, আগামীর জন্য মাটিকে রক্ষা করার শপথই নেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।
সামিল করা হয় স্কুলের ছাত্র-ছাত্রীদেরও। আগামী প্রজন্মের মধ্যে যাতে এই সচেতনতা আরও বৃদ্ধি পায় সেই উপলক্ষ্যে এদিন তাদের এই কর্মসূচীর অংশ করে তোলা হয়। বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তারা সকলের সামনে তুলে ধরে এমন গুরুত্বপূর্ণ একটা মেসেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনান্য কৃষি বিশেষজ্ঞরা।
সুব্রত সরকার
নদীয়া