Market

মধ্যবিত্তর ঘরে অ্যাডিডাস বা রিবক মানেই বড়সড় ব্র্যান্ডের নাম। যুক্তরাষ্ট্রের বোস্টন, ম্যাসাচুসেটসে রিবকের কার্যালয় রয়েছে। তবে এর আদি ব্যবসা ইংল্যান্ডের বোল্টনে। ১৯৮২ সালে রিবক ফ্রি–স্টাইল অ্যারোবিকস জুতা তৈরির মাধ্যমে ব্যপকভাবে পরিচিতি পায়।
এবার সেই স্পোর্টসওয়্যার ব্র্যান্ড রিবক বিক্রি হচ্ছে ২৫০ কোটি ডলারে। এই বিষয়ে মার্কিন প্রতিষ্ঠান অথেনটিক ব্র্যান্ড গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। আগামী বছরের প্রথম দিকেই রিবকের মালিকানা হস্তান্তর সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
রিবকের বাজার মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক। ২০০৬ সালে নিজের চির প্রতিদ্বন্দ্বী নাইকিকে সরানোর জন্য ৩৮০ কোটি ডলারে রিবক কিনে নিয়েছিল অ্যাডিডাস। কিন্তু নতুন ব্র্যান্ডটি নিয়ে লাভ হয়নি অ্যাডিডাসের। তাই ২০২০ সাল থেকেই এটি বিক্রি করে দিতে চাইছিল অ্যাডিডাস।
তবে এটাও ঠিক যে অ্যাডিডাসের মালিকানায় আসার পরই রিবকের জনপ্রিয়তা কিছুটা ম্লান হয়ে গেছে। ব্র্যান্ডটি একসময় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (এনবিএ) স্পন্সর করত। তবে এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ায় রিবকের সব ক্যাম্পেনই করতে হয়েছে অ্যাডিডাসের ব্যানারে।
ব্যুরো রিপোর্ট