Market
বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে ভারতে তৈরি টায়ারের। অন্তত বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে সেটাই স্পষ্ট হচ্ছে। অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল বছর ১৪ হাজার কোটি টাকার টায়ার বিদেশে রফতানি করেছিল ভারত। এই বছরে এক ধাক্কায় অঙ্কটা বেড়েছে ৭ হাজার কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ভারত বিভিন্ন মূল্যের টায়ার রফতানি করে কোষাগারে তুলেছে ২১ হাজার ১৭৮ কোটি টাকা।
কৃষিজাত পণ্য রফতানিতে ভারত সবসময় থাকে এগিয়ে। কিন্তু দেখা যাচ্ছে, করোনার দুটো ঢেউ যখন দেশের শিল্পক্ষেত্রকে নাকানিচোবানি খাইয়েছে তখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ট্রাক এবং বাসের রেডিয়াল টায়ারের রফতানি। শুধু এই ধরণের টায়ারের রফতানি বিগত বছরের থেকে বেড়েছে আড়াই গুণ। ২০১৯-২০ অর্থবর্ষে যেখানে এই টায়ার রফতানি করে কেন্দ্রের কোষাগারে এসেছিল ১ হাজার ২৬৩ কোটি টাকা, সেখানে গেল অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫ কোটি টাকায়। উল্লেখ্য, ভারতে তৈরি টায়ার রফতানি করা হচ্ছে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে। তার মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি এবং ব্রাজিল। বলা হচ্ছে, ভারতে তৈরি টায়ার এখন এতটাই বিশ্বমানের যে দেশে তৈরি টায়ারের কদর বছর বছর বাড়ছে বিভিন্ন দেশে। আর বিশ্ব বাজারকে ধরতেই টায়ার বিক্রির জন্য ভালোরকম পদক্ষেপ নিয়েছে ভারত।