Daily

যুদ্ধ হলে হোঁচট খায় বিশ্ব অর্থনীতি। আবার করোনার মত মহামারি বিশ্বব্যাপী অর্থনীতির গ্রোথ অনেকটা ধাক্কা দিতে পারে। কিন্তু যে দেশ এই ধাক্কা সামলে নেবার ক্ষমতা রাখে, সেই দেশ বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য ছাপ রেখে যায়। যেমন ভারত। বিশ্বব্যাপী মন্দার আঁচ লাগলেও পৃথিবীর প্রথম দশটি ফাস্টেস্ট গ্রোয়িং শহরের মধ্যে ৬টি রয়েছে এই ভারতেই। আর শহরের সার্বিক এবং আর্থিক উন্নতি মানে সেই প্রভাব সরাসরি পড়বে দেশেও। মানে, দেশ ইকোনমিকালি স্ট্রং হচ্ছে। আর যে কারণে শহরের এই র্যাপিড গ্রোথ ধরা পড়ছে। এমনই মনে করছেন, দেশের কিছু বাজার বিশেষজ্ঞরা।
সম্প্রতি কোটাক মাহিন্দ্রার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহের একটি বক্তব্য কার্যত নেট মাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং মুম্বই। ভারতের এই ৬টি শহর পৃথিবীর ১০টি ফাস্টেস্ট গ্রোয়িং শহরের মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে। আর এটাই কার্যত আশা দেখাচ্ছে দেশের অর্থনীতিকে। কারণ, শহরের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যখন একটা দেশের ডেট টু জিডিপি রেশিও ক্রমশ কমতে থাকে। এর জন্য অবশ্য আমরা আমূলের প্রসঙ্গ তুলে ধরতে পারি। একটি তথ্য থেকে জানা গিয়েছে, আমূল বর্তমানে গোটা ইউরোপের থেকে বেশি দুধ প্রডিউস করে থাকে। কিছু কিছু বাজার বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে এফএমসিজি মার্কেটের রমরমা বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে ভারতই হবে বিশ্বের সবথেকে বড় এফএমসিজি মার্কেট। আর আমূলও ২০৪৭ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ফুড কোম্পানি হয়ে উঠবে।
কিন্তু এতেই কি আসলে সব ধন্ধ কাটছে? মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে দেশ। সম্প্রতি আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ সুদ বৃদ্ধির গতিতে রাশ টানার কারণে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার মার্কেটের সূচক। কিন্তু অন্যদিকে ডলারের নিরিখে টাকার দাম আজ রয়েছে বেশ ওপরের দিকেই। বেকারত্বের থাবা চওড়া হচ্ছে দিন-দিন। মহিলাদের কাজের সুযোগ কমছে। তারপরেও ভারতের অর্থনৈতিক উত্থান গোটা বিশ্বে বেশ ভালোরকম সাড়া ফেলে দিয়েছে। কিছুদিন আগেই আইএমএফ দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের পদক্ষেপ নিয়ে বেশ প্রশংসা করেছিল। যখন একইভাবে দেশের ভেতরে তাদের পদক্ষেপ বেশ সমালোচিত হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। এমনই একটি সময়ে দাঁড়িয়ে যখন অন্যান্য দেশের অর্থনীতি গোঁত্তা খেয়েছে, তখন ভারত সেই ঢেউ সামলে উঠেছে। আর তবেই না, বিশ্বের প্রথম দশটি ফাস্টেস্ট গ্রোয়িং শহরের মধ্যে ৬টি রয়েছে ভারতে? আপনার কি মনে হয়? সত্যিই কি ভারতের অর্থনীতি সবধরণের ঝড়ঝাপটা সামলাবার জন্য প্রস্তুত?
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ