Market

নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে চিন। যার প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিকেও পঙ্গু করে দিতে পারে এবং তা হল চিনের আর্থিক সংকট। অতিমারির ধাক্কা সামলে চিনের অর্থনীতি নিজেকে ফের মজবুত করে তুলছিল কিন্তু এরই মধ্যে কাঁটা হয়ে দেখা দিল বিদ্যুৎ সংকট। যা চিনের অর্থনীতিকে ধসিয়ে দেবার পাশাপাশি গোটা বিশ্বেই তার বড়সড় প্রভাব ফেলতে পারে।
বিদ্যুৎ সংকট দেখা দিলে সবচেয়ে প্রথমে যা ধাক্কা খেতে পারে তা হল দেশের উৎপাদন। উৎপাদনের ঘাটতি হলে সবচেয়ে বেশি সংকটে পড়তে পারে পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এছাড়া পণ্য রফতানিতেও হোঁচট খাবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে। উৎপাদন ব্যহত হতে পারে গাড়ি প্রস্তুত থেকে জামা কাপড়ের মত বিভিন্ন ক্ষেত্রে। ফলে শুধু পাকিস্তান বা উত্তর কোরিয়াই নয়, চিনে সামগ্রিকভাবে ধস নামলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে গোটা বিশ্ব বাজারে।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পণ্য রফতানি করে থাকে শিংপিং সরকার। রফতানি করেই দেশের জাতীয় আয়কে প্রশংসনীয় উচ্চতায় নিয়ে যেতে পেরেছে চিন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট মানেই গোড়ায় গলদ। উৎপাদন ধাক্কা খেলে রফতানিও ধাক্কা খাবে। আর রফতানি ধাক্কা খেলে কমে যেতে পারে চিনের জাতীয় আয়। যা চিনের জন্য তো বটেই, বিশ্বের অন্যান্য দেশের জন্যও আর্থিকদিক থেকে বড়সড় গলার কাঁটা হয়ে উঠতে পারে।
ব্যুরো রিপোর্ট