Daily

এবার বিশ্বব্যাঙ্কের তরফে ১ কোটি ২৫ লক্ষ ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা অনুমোদন পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সামাজিক সুরক্ষা প্রকল্প গুলির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাঙ্ক।
সমাজের দুর্বল অংশকে শক্তিশালী করতে ও তাদের উন্নয়নের স্বার্থে ঋণের সুবিধার জন্য রাজ্য সরকারকে ডিস্ট্রিবিউশন লিঙ্কড রেজাল্ট যাচাই করতে একটি স্বাধীন যাচাইকরণ সংস্থা নিযুক্ত করে বিশ্বব্যাঙ্ক।
সেই যাচাইকরণ সংস্থার মোতাবেক ‘মহিলাদের ক্ষমতায়ন এবং সুসংহত সামাজিক সুরক্ষা প্রকল্প’-এর জন্য অর্থ সাহায্য দিতে চায় বিশ্বব্যাঙ্ক। আর এই সাহায্যর ফলে আখেরে উপকৃত হবে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘স্বাস্থ্যসাথী’, ‘বিধবা ভাতা’ এবং ‘বার্ধক্য ভাতার’-র মতো কিছু কল্যাণমূলক প্রকল্প। আর বিশ্বব্যাঙ্কের এই আর্থিক অনুমোদনকে রাজ্য সরকারকে দেওয়া বড়োসড়ো আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
আর নারী শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি করতে, মহিলাদের স্বনির্ভর করতে, বৃদ্ধ এবং বিধবাদের ভাতা-সহ বিভিন্ন প্রকল্পে সহায়ক ভূমিকা নিতে রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করবে বিশ্বব্যাঙ্কের এই ঋণ। আর বিশ্ব ব্যাঙ্ক এর এই ঋণ যে রাজ্যের নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে ও সামাজিক ভাবে এগিয়ে আসতে সাহায্য করবে তা বলাই যায়। এখন একটাই প্রশ্ন বিশ্ব ব্যাঙ্ক এর এই ঋণ রাজ্য সরকার কতটা নারীদের উন্নয়ন ক্ষেত্রে খরচা করতে পারে সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট