Daily

করোনা মহামারীর ঝড়ের দাপটে মুখ থুবড়ে পড়েছে দেশীয় অর্থনীতি। সেরে উঠতে সময় তো লাগবেই। বিশ্বের বেশির ভাগ দেশের পকেট প্রায় গড়ের মাঠ। তাই পরিস্থিতির উন্নয়ন করতে এবার অতিদরিদ্র দেশগুলোকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত বিশ্ব ব্যাঙ্কের।
পিছিয়ে পড়া তথা দরিদ্র দেশগুলোকে ৯৩০০ কোটি ডলার আর্থিক সাহায্য দেবে বিশ্ব ব্যাংক। সূত্রের খবর, বিশ্ব ব্যাংকের ইতিহাসে এটাই সবচেয়ে বড় আর্থিক সহায়তা তাদের। আর্থিক সাহায্য দেবে বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বিশ্বের মোট ৭৪ টি দেশকে আর্থিক সাহায্য দেবে এই প্রতিষ্ঠান। যার অধিকাংশই আফ্রিকা মহাদেশের দেশগুলোকে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
অনুদানের এই বিপুল পরিমাণ অর্থ এসেছে পুঁজিবাজার ও বিশ্বব্যাংকের নিজস্ব তহবিল থেকে। এছাড়াও উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলিও আর্থিক সাহায্য করেছে বিশ্ব ব্যাংককে। মহামারীসহ ভবিষ্যতের যেকোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই তহবিল মারফত দেওয়া অর্থ সাহায্য করবে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট