Daily

রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের আধুনিকীকরণের জন্য এবার ঋণ দেবে বিশ্ব ব্যাঙ্ক। বিদ্যুৎ ক্ষেত্রের আধুনিকীকরণের পাশাপাশি সংস্থার এই বিপুল লোকসান কমানোর জন্য এই টাকা দেবে বলে সম্মতি জানিয়েছে তারা। ঋণের পরিমাণ ১৩.৫ কোটি ডলার।
করোনার জেরে শিল্প ও বাণিজ্য ক্ষেত্র মুখ থুবড়ে পড়েছে। এদিকে গ্রাহকের এই পরিস্থিতেও গ্রাহকের সংখ্যা ৪.৫% বাড়ায় আর্থিক চাপের সম্মুখীন হয়েছেন বিদ্যুৎ বণ্টনকারী সংস্থাগুলি। আর এই প্রবল লোকসানের মুখে দাঁড়িয়ে আর্থিক চাপ সামাল দিতে যাতে বেশি ঝক্কি পোহাতে না হয় তাই ঋণ দিতে সম্মতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক পরিচালন পর্ষদ।
সূত্রের খবর,এই প্রকল্পের আওতায় ছোট জায়গার সাবষ্টেশন তৈরি হবে। বসবে ট্রান্সফরমার। আর পাশাপাশি দক্ষ এবং ভারসাম্যযোগ্য বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা সুনিশ্চিত করতে এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে বলে জানিয়েছে, বিশ্ব ব্যাঙ্কের কর্মকর্তারা।
ব্যুরো রিপোর্ট