Daily

মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে এবং ১০০ দিনের কাজে জোর দেওয়ার জন্য বুধবার ঝালদা মহকুমা শাসক সুবর্ণ রায় , বাঘমুন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ও বিধায়ক সুশান্ত মাহাত বাঘমুন্ডি থানার সেরেংডি ও সিন্দরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন । বৃষ্টির মাঝেও তারা মানুষকে উৎসাহ দেন এবং ১০০ দিনের কাজে যোগ দিতে বলেন ।
উল্লেখ্য গত বছর লকডাউনের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই রুক্ষ জেলা গুলোতে মাটির সৃষ্টি প্রকল্পের ঘোষণা করেছিলেন। জানা যায় বন্ধ্যা জমিতে সবুজায়নই লক্ষ্য এই প্রকল্পের । তাই কোথাও করা হচ্ছে চাষ কোথাও বা ফলের বাগান , আবার কোথাও ছোট ছোট ডোবা খনন করে মাছ চাষ করা হচ্ছে । ১০০ দিনের কাজেই মধ্যদিয়েই বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প গুলি । পাহাড়ি এলাকায় এই প্রকল্প গুলি কিভাবে রূপায়িত হচ্ছে মূলত তাই পরিদর্শন করেন এদিন | মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন ,বাঘমুন্ডি ব্লক এলাকায় ১০০ দিনের কাজ ,মাটির সৃষ্টি প্রকল্পের কাজ আশানুরূপ |
পাশাপাশি এদিন করোনা বিষয়ক এলাকার মানুষজনদের সচেতনতা করা হয়। ভেকসিনেশন বিষয়ে সেরেংডি গ্রাম পঞ্চায়েত সদস্য ও কর্মচারীদের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করা হয় |
জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া