Trending

উপগ্রহ তাও আবার তৈরি কাঠ দিয়ে। আর সেই কাঠের তৈরি স্যাটেলাইট এবার প্রদক্ষিণ করবে পৃথিবীকে। শুনতে একটু অবিশ্বাস্য ঠেকলেও এমনই একটি মিশনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সি এবং আর্কটিক অ্যাস্ট্রোনটিক্স। যার নাম দেওয়া হয়েছে WISA উডস্যাট। কী এই উডস্যাট?
এটি হল একটি ১০x১০x১০ সেমি ন্যানো স্যাটেলাইট। যা আদপে একটি বাক্সের মত। এর সম্পূর্ণতাই তৈরি প্লাইউড দিয়ে। একমাত্র এই স্যাটেলাইটের কোণগুলোতে কোন কাঠ নেই। রয়েছে অ্যালুমিনিয়ামের পাত। এটি ভূপৃষ্ঠ থেকে ৫০০-৬০০ কিমি ওপরে অবস্থান করবে। শুধু তাই নয়। এর সঙ্গে থাকছে একটি সেলফি স্টিক। এর মাধ্যমেই বিজ্ঞানীরা জানতে পারবেন মহাকাশে কাঠের কী প্রভাব পড়তে পারে। বার্চ গাছের কাঠ দিয়ে তৈরি এই স্যাটেলাইট। এবং বাষ্প কমানোর জন্য রয়েছে খুব পাতলা অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি স্তর। যুক্ত করা হয়েছে একটি ভ্যাকুয়ম চেম্বার। যা এই উপগ্রহটিকে পারমাণবিক অক্সিজেনের হাট থেকে রক্ষা করবে।
কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ভাবনা প্রথম মাথায় আসে আর্কটিক অ্যাস্ট্রোনটিকসের সহ-প্রতিষ্ঠাতা এবং ফিনিশিয় লেখক ও সম্প্রচারক জারি ম্যাকিনেনের। উল্লেখ্য পৃথিবীর কক্ষপথে অসংখ্য ছোট, বড়, মাঝারি সাইজের স্যাটেলাইট প্রদক্ষিণ করছে। যা মহাকাশে রেখে দিচ্ছে বিভিন্ন ধাতব অংশ এমনকি প্লাস্টিকের টুকরো পর্যন্ত। সেখান থেকেই কাঠের তৈরি স্যাটেলাইট তৈরির ভাবনাচিন্তা।
ব্যুরো রিপোর্ট