Daily

সেতু ও রাস্তা দাও – ভোট নাও” এই দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাংগা অঞ্চলের ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা।
বালুরঘাট শহর সংলগ্ন গ্রাম ছোটদেওড়া। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাশিয়াখাড়ির শাখা নদী।গ্রামের একদিকে কাশিয়াডাংগা গ্রাম আর আরেক দিকে রয়েছে গাছগাছালিতে ভরা দোগাছি ফরেস্ট । বালুরঘাট শহরের সাথে দ্রুত যোগাযোগকারি এটাই পাকা রাস্তা। গ্রামবাসিদের অভিযোগ তাদের শহরে যেতে গেলে গ্রামের খানা খন্দে ভরা মাটির আলের রাস্তা ধরে ২ কি মি ঘুরে কাশিয়াডাংগা হয়ে তারপর বড় রাস্তা ধরতে হয়। আর যদি দোগাছী ফরেস্টের ভেতর দিয়ে দোগাছি মোড়ে উঠে, পাকা রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে অতি অল্প সময়েই বালুরঘাট শহরে পৌছে যাওয়া যায়। তাতে সময়ও কম লাগে , পাশাপাশি হয়রানীও কম পোহাতে হয়।কিন্তু বাধ সেধেছে এই ফরেস্টের মাঝ দিয়ে বয়ে যাওয়া কাশিয়াখাড়ির শাখা নদী। গ্রামবাসিরা বাম আমল থেকে তৃনমুলের আমল, দীর্ঘ ৪৫ বছর ধরে কি রাজনৈতিক স্তরে, কি সরকারি স্তরে বার বার রাস্তা পাকা করার দাবির পাশাপাশি কাশিয়াখাড়ির শাখা নদীর উপর সেতু নির্মানের দাবি জানিয়ে এসেছেন। কিন্তু বার বার সব শাসকদলের তরফে দাবি পুরনের আশ্বাস দেওয়া সত্বেও সে দাবি পুরন হয় নি।
ক্ষুদ্ধ গ্রামবাসিরা জানান , এবার ভোট আসতেই গ্রামবাসিদের এই চরম দুর্ভোগের হাত থেকে রেহাই মেলার জন্য গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়েছেন, এবং নিজেরাই ভোটবয়কটের ডাক দিয়ে তাদের দাবির স্বপক্ষে ব্যানার বানিয়ে গ্রামের অলি গলিতে সন্ধে নামতেই মিছিল করছেন ।আর সেই মিছিলে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এই মিছিলে অংশগ্রহণ করছেন ।
শিব শঙ্কর চ্যাটার্জি, বালুরঘাট