Daily

বাংলার মা-মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লক্ষ্য, গ্রামের মা বোনেদের, আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলা। তাই বিভিন্ন বিভিন্ন স্বনির্ভর দল এবং স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের তৈরি প্রোডাক্ট বিক্রির স্বার্থে পাঁচদিন ব্যাপী মেলার আয়োজন করেন তিনি।
গ্রাম গঞ্জের মহিলাদের এগিয়ে নিয়ে যেতে, স্বর্ণজয়ন্তীর মহিলাদের নিজের হাতের তৈরি প্রোডাক্ট বিক্রির জন্য সঠিক মার্কেটিং সিস্তেম তৈরি করে দেওয়ার জন্যই বিশেষত এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন স্টল তৈরি করা হয়, তাদের হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি করার উদ্দেশ্যে। মহিলাদের বিকল্প আয়ের দিশা দেখাতে এবং ভবিষ্যতে তাদের উৎসাহিত করতে এই সৃষ্টিশ্রী মেলা বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করেন এলাকার বিধায়ক গৌতম পাল মহাশয়।
জেলার নয়টি ব্লকের প্রায় ১০০ টি স্বনির্ভর দল ও স্বর্ণজয়ন্তী দলের সদস্যদের নিপুণ হাতের তৈরি পসরায় সুসজ্জিত ৪০ টিরও বেশি স্টল পরিদর্শন করেন মেলায় উপস্থিত বিশিষ্টজনেরা। এই মেলার লক্ষ্যটা আসলে কি? সেটা আরও বিশদে জানালেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।
সবলা মেলার অনুকরণে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।
অনুপ জয়সওয়াল
উত্তর দিনাজপুর