Daily
দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকার একটি জনপ্রিয় ফল হল ড্রাগন ফল। কিন্তু এই ফলের চাষ আজ শুধু সেই দেশগুলিতেই সীমাবদ্ধ নেই। ভারতেও বেশ কিছু রাজ্যে বাণিজ্যিক ভাবে এই ফলের চাষ শুরু হয়েছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ড্রাগন ফল চাষ করে মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের হাঁসখোয়া এলাকার বাসিন্দা প্রভা তিরকি চাক্কু।
প্রায় পাঁচ বছর ধরে তিনি এই ফলের চাষ করছেন। এই ফল চাষ সম্পর্কে তিনি প্রথম অবগত হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম ডিপার্টমেণ্টের থেকে। এবং তাদের উদ্যোগে তিনি অল্প জমিতে এই ফলের চাষ শুরু করেন। পরবর্তীতে এই ফলের চাহিদা ও বাজার দেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তিনি আরও বেশি পরিমানে এই ফলের চাষ শুরু করেন । বর্তমানে তিনি প্রায় দেড় বিঘা জমি জুড়ে এই ফলের চাষ করছেন।
সামান্য পরিশ্রম করলেই , বেশ মোটা অঙ্কের লাভ হয় এই ড্রাগন ফলের চাষে।
বর্তমানে চাকরির বাজারে যে সংকট, সেই পরিস্থিতিতে বাড়িতে বেকার বসে না থেকে তিনি সকল মহিলাকে এই চাষ শুরু করতে বলেন৷ মাত্র ৮ মাসের মধ্যে ফল দেওয়া এই গাছের চাষ করা খুবই সহজ। নিজের অবসর সময়ের থেকে একটু সময় বার করে সেটাকে কাজে লাগালেই বেশ ভালো রকম লাভ দেবে এই ড্রাগন ফল।
যদি কেউ ড্রাগন ফল চাষে আগ্রহী থাকেন, তাকে তার দীর্ঘ পাঁচ বছরে ড্রাগন ফল চাষের অভিজ্ঞতা থেকে তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন৷
১২ মাস চাহিদা থাকা এই ফলের চাষে বেশ ভালোই লাভবান হয়েছেন প্রভা তিরকি চাক্কু। এখন দেখার, তার থেকে অনুপ্রাণিত হয়ে কারা কারা এই ফল চাষে আগ্রহ দেখান।
অরূপ পোদ্দার
শিলিগুড়ি