Jobs

১,৪২০ জন মহিলা কনস্টেবল নিতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আবেদন জানাতে পারেন মাধ্যমিক পাশ যে কোন তরুণী। তবে মাধ্যমিক পাশ করতে হলে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোন পর্ষদ থেকে হতে হবে। একইসঙ্গে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশের এন.ভি.এফ, হোম গার্ড বা সিভিক ভলান্টিয়ার্সরাও। আবেদনকারিদের বয়স ১/১/২০২৩ এর হিসেবে থাকতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর তফশিলিরা পাবেন পাঁচ বছরের ছাড়। ছাড় পাবেন ও.বি.সি সম্প্রদায়ের মহিলারাও। তবে অন্য রাজ্যের ক্ষেত্রে হলে কোন ছাড় নেই। তাঁদের সাধারণ প্রার্থী হিসেবেই ধরা হবে।
এমনিতে শরীরে মাপজোখ হতে হবে ১৬০ সেমি। তবে গোর্খা, রাজবংশী, তফশিলি হলে সেক্ষেত্রে ১৫২ সেমি হলেই হবে। ১৬০ সেমি-এর জন্য ওজন থাকতে হবে ৪৯ কেজি এবং ১৫২ সেমি হলে সেক্ষেত্রে ওজন থাকতে হবে ৪৫ কেজি মতন। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা বাধ্যতামূলক। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এবং চশমা নিয়ে ৬/৬। এই পদের মাইনে থাকবে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষা নেওয়া হবে চার পর্যায়ে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে। আবেদন জানান ২৩ এপ্রিল থেকে ২২ মে-র মধ্যে। www.wbpolice.gov.in, https://prb.wb.gov.in এই ওয়েবসাইটে। পরীক্ষা ফি বাবদ জমা দিতে হএব ১৯৩ টাকা। আর তফশিলি হলে সেই চার্জ লাগবে ৪৩ টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও জমা দিতে পারবেন। ফর্ম পূরণ সংক্রান্ত কোন সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন ০৩৩-২৩২১৪২০০ নম্বরে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ